রূপ লাবণ্যে পূর্ণ তুমি,
কি তোমার ঝলক!
রাত জেগে চেয়ে থাকি
সরাতে পারিনা পলক।
তোমায় দেখার অপেক্ষাতে পাগল হয়ে রই,
দূরে কেনো থাকছো তুমি!
কাছে এসো, কোমল করে ছুঁই।
রোজ প্রভাতের আগে কেমন অস্থির লাগে,
তোমার শূন্যতায় বুকে কেমন….করে!
আবেগ পরশে প্রেমের বাসরে
বারবার কেবল ভাসে তোমার অপূর্ব হাসি,
ইচ্ছা করে ঝাপটে ধরে বলতে,
‘ভালোবাসি ভালোবাসি।’
তুমি মনের মধুলতা, প্রেম সাগরের সুধা,
তুমি আমার ভালোবাসা,
জোছনার প্রিয়তমা।