কুয়াশায় লুটিপুটি খায় গ্রাম গুলো
শীতে নিমজ্জিত প্রকৃতির পরিবেশ
মানুষ গুলো শীতে কাঁপে থরথর।
গাছেরা সেজেছে সন্যাসী
আব্রুহীন দাঁড়িয়ে আছে ঠাঁয়
সবুজেরা কোলাকুলি রোজ।
নদীগুলো শুকিয়ে যাবার উপক্রম
কাদামাটি মেখে মাছ ধরে দুরন্ত কিশোর
মাছেরা হাসে গর্তে বসে।
সূর্যের উত্তাপ কমে গেছে ঢের
মাঝি বাড়ির দরিদ্র মাসি
খড়কুটো জ্বালিয়ে পোহায় আগুন
ছেঁড়া কাপড় পুড়ে যায় উত্তাপে,
শরীরের উত্তাপ বুঝে না অভাব।
তবু ও ঠিকড়ে পড়ে প্রকৃতির রূপ
দু'নয়ন ভরে দেখি চেয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com