আমার বাংলার রুপ….
দেখার জন্য তোদের মনে জাগে যদি শখ…?
চলে আয় তোরা বাংলাদেশে……
দেখতে পাবি ভোরের ঘাসে,
বিন্দু বিন্দু হিম কণা ঊষা লগ্নে কেমন হাসে।।
ঝাঁক বেঁধে সব উড়ে বসে নদীর তীরে বক….
আরো, শুনতে পাবি পুকুর ঝোপে
তুরা, ডাহুক পাখির ডাক।।।
দেখবি ভরে যাবে বুক…
দুই নয়নে দেখে আমার রুপসী বাংলার রুপ
দেখতে পাবি নদীর বাঁকে,
নাও গুলি সব বাঁধা থাকে।।
নব বঁধূ কলস কাকে জল ভরে নদের ঘাটে
আরো শুনবি নদের জলে পানকৌড়ির হাঁক,
নদীর তীরের দেখবি কাশফুল
জলে, কলমি লতা শাক।।
বলবো বাংলার কত রুপ…?
রঙের যেনো খেলা করে বাংলার গাত্র জুড়ে,
সবুজ ক্ষেতে ফড়িং নাচে
সুর ধরে গাই পাখি গাছে ।।
আরো, দেখবি গাঁয়ের মাঠে গামছা মাথায়….
তাথা ডিডি ডানি বায় বায়,
লাঙ্গল জুড়ে গরু খেদায়।।
কেমন করে চাষ করে ক্ষেত বাংলার কৃষক
বাতাসেতে কেমন দোলে ধরলে ফসল পাক,
আর, মাঠ জুড়ে সব হাট বসাই
ফিঙে, গাং শালিকের ঝাঁক।।