বাড়ীর পাশে শালদহ নদী
অথৈ জলে থাকে,
আসো তুমি কোমর দুলে
নদীর স্রোতের বাঁকে।
কলসি কাঁখে নদীর তীরে
হাঠো যখন তুমি,
কাঁকন সুরে নেচে ওঠে
আমার হৃদয় ভূমি।
ঠোঁটের কোণে মিষ্টি হাসি
টোল পড়েছে গালে,
কাজল কালো দুটো আঁখি
বেধেছো মন জালে।
আলতা রাঙা গায়ের গড়ন
যেনো রুপের পরী,
মন আনন্দে চালায় দুজন
পানসী ঘাঁটের তরী।
জল ভরিবার ছল করিয়া
আইসো নদীর তীরে,
ভালোবাসায় দুজন মিলে
থাকবো সুখের নীড়ে।