কাশবনে সে দাঁড়িয়ে আছে
হার মেনেছে বন,
টের পেলাম না বন্ধু আমি
হৃদয় জাগলো কখন!
নীল শাড়িতে দাঁড়িয়ে আছে রূপসি বাংলার রানি,
আঁচল থেকে ঝরছে যেন
প্রেমের স্নানীয় পানি।
মুচকি হাসিতে মাতাল করা রূপ!
এক পকলেই কেরে নেয় মন ;
জগৎ-এ দেখেছি কত নারী তবু দেখিনি এমন- শ্রীপর্ণ।
সইতে পারি না আর
যেন ঝাপটে ধরি তারে,
আমার কি আর সাধ্য আছে?
কি দুঃখ আহারে!
কাশবনে সে দাঁড়িয়ে আছে
কাশফুল তার হাতে,
দেখতে কি শ্রী-মধুর লাগে-
যেন চাঁদ পরলো পাতে।
কাশবনে আর এসোনা তুমি,
কাশবন যাবে পুড়ে ;
আড়াল থেকে দেখও তারে
থেকো অনেক দূরে।
কেমন রূপে সৃষ্টি তুমি
মানুষ কি বটে!
চাঁদকেও হার মানায়
এমন ঘটনাও কি ঘটে!
কি অদ্ভুত তুমি!
শ্রীছাঁদ সারা গায়,
বাদ পরেনি পদ দু'টিও
মায়া জন্মায় পা'য়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com