প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৩, ১:২৬ পূর্বাহ্ণ
রাতের জোঁনাকি
আমি আছি, রাতের জোঁনাকী হয়ে
ভালোবাসার, শেষের পথে।
যদি কখনো তোমার ঐ পদ্বচোখে
পড়ে জোঁনাকির আলো খেলা।
খুজেঁদেখ আমি আছি, বেঁচে আছি,
আলো হয়ে ঐ ক্ষুদ্র প্রাণিটির বুকে।
কোন এক জোঁনাকির অলো খেলায়
বলবো ওগো মোর"পদ্মচোখী হবে কি? আমার সজ্ঞী?
যাবে কি আমার সাথে?রবে কী?
আমার আশায়? সারাজীবন ধরে
এ জীবনের তরে? মরনের পরে?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com