হে কবি গেয়ে যাও তুমি
শিকল ভাঙ্গার গান
জেগে উঠুক মুক্তির বিরান ভূমি
প্রানহীনে ফিরে পাক প্রান।
বলো তুমি তাদেরই কথা
যারা অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন-
যাদের বুকেতে জমাট বাধা শুধুই ব্যথা।
দু:খ যাদের বারমাস থাকে অমলিন
তুমিতো তাদেরই একজন!
যাদের হৃদ গালিচায় রয়েছে পাতা তোমারই আসন।
সব হারিয়ে যাদের তুমি করেছো আপন
লেখ তুমি তাদেরই কথা, জেনে যাক বিশ্বভূবন।
রুদ্র তুমি, নিদারুন সময়ের সারথী
তোমার কন্ঠে হতে ঝরে পড়ুক তাদেরই মিনতি।
পায়নি যারা বৈষম্যের নিপীড়নে এতটুকু সুখের পরশ।
তোমারই লেখায় সঞ্চারিত হোক মনেতে তাদের অসীম সাহস।
সুখে-দুখে থেক তাদেরই পাশে,
তাদেরই সাথে দেখা হবে হে বন্ধু আমার,
তোমাতে আমাতে দাবী আদায়ে রাজপথে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com