জনে জনে বুনে জাল-
রাজনীতির এ স্রোত কাল হতে কাল।
পথে-প্রান্তরে-মসজিদ-মন্দিরে রাশি রাশি রাজনীতি,
নেই নীতির বিন্দু;
রাজনীতি তুর নাম বেঁচে তারা পুরছে বদের সিন্দু।
কাকের বাসায় পাড়ে ডিম উড়ন্ত কোকিল এসে,
কয়লা মাখা কাক বেচারা সহে যায় তা দূঃখের হাসি হেসে।
যে নীতি গড়েছে শ্রদ্ধার স্রোতে; সে নীতির জাল হচ্ছে ছিন্ন অদৃশ্য ইঁদুরের ঠোঁটে।
অতিথি ইঁদুর পায়না সাহস, সাহস জোগায় ঘরে
খাপ বুঝে তাই খোকা, কাকারে চাবুক মারে।
মাথা বেঁচা ব্যবসা চলে রমরমা
ছানা মিয়া দুগ্ধ পায়না, দুধ খায় কুলসুমা৷
শুদ্ধ নীতির নামে প্রচারিত বদবিধি,
কাকের সুরের স্রোতধারা-
অসমাপ্ত পরে রয় কোকিলের গীতি।
নষ্ট জোছনার স্রোতে নারী লুটে দেয় লাজ।
ধর্মের ধারে নাই কহে কঠোর মুসলমান ।
লোভ পেলো নিলো কেরে যুবতী নারীর নীর,
এরি মাঝে কাকের সুরের কতো রঙের ভীর৷
লোকগভীরে করে ঘর মশার ভীতি,
রক্ত লুটার ভয় ;
এই যদি হয় অবস্থ
তবে রাজিনীতি ক্যামনে হয়!
পথে-প্রান্তরে-মসজিদ-মন্দিরে রাশি রাশি রাজনীতি,
নেই নীতির বিন্দু ;
রাজনীতি তুর নাম বেঁচে তারা পুরছে বদের সিন্দু।