গণতন্ত্র ছিল অধিকার
গণতন্ত্র ছিল অঙ্গিকার
বিবেক ছিল চেতনার
ভোট ছিল জনতার।
রদ বদলের নীতি ঘরে ঘরে জমেছে
শীতের রৌদ্র ঢেকে গেলো পোষ্টার ব্যানারে
আমরা মুর্খ মানুষ কিছুই বুঝি না
চলছে রাজনীতিতে রং তামাশা।
বাক স্বাধীনতা দূর্নীতিমুক্ত সমাজের নামে
ক্ষমতা অত্যাচারী স্বৈরাচারী মানুষের হাতে
অল্প স্বল্প গণতন্ত্র উন্নয়ণ বেশি
সচেতন নাগরিক হিসাবে ভাবি।
বহু অভিনেতা রাজনীতির রঙ্গ মঞ্চে
অশিক্ষা দারিদ্র অনাচার পরিবেশে
স্বল্প মুদ্রায় হবে ভোট বিক্রি
ফুটপাতের ছেলেটিও কোটিপতি।