লক্ষী সোনা রাজকন্যা
ঘুমিয়ে থাকে খাটে,
ঘুম থেকে উঠেই সে
খোজে তার মাকে।
মাকে যদি পায় সে
খুশি হয় বেশি,
খুশির কাছে হার মানায়
চাঁদের হাসি।
বাবা যখন বাড়ি ফিরে
অফিসের কাজ সেরে,
রাজকন্যা ছুটে যায়
বাবার কোলে।
বাবার সাথে খেলা করে
পায় সে সুখ,
বাবাকে পাশে পেলে
থাকে না অসুখ।
এভাবেই বড় হচ্ছে
লক্ষী সোনা পাখি,
রাজকন্যাকে আমরা সবাই
রাজশ্রী নামে ডাকি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com