রাখাল ছেলে রাখাল ছেলে
গরু মহিষ নিয়ে মাঠে,
সন্ধ্যা হলেই সে বাড়ি ফিরে
লাঙ্গল কাঁধে নিয়ে ঘাটে।
সাঁতার কেটে পাড় হয়ে যায়
রাখাল ছেলে যে রোজ,
গামছা বেঁধে সে খাবার নেয়
মাঠেই খায় সে ভোজ।
রাখাল ছেলে রাখাল ছেলে
বুনে নানান ফসল,
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
হয়না ঘামের উসুল।
রাখাল ছেলে যায় যে হাঁটে
কাঁধে ধানের ঝুড়ি,
মায়ের জন্য কিনবে শাড়ি
বউয়ের হাতের চুড়ি।
রাখাল ছেলে
গোলাপ মাহমুদ সৌরভ
রাখাল ছেলে রাখাল ছেলে
গরু মহিষ নিয়ে মাঠে,
সন্ধ্যা হলেই সে বাড়ি ফিরে
লাঙ্গল কাঁধে নিয়ে ঘাটে।
সাঁতার কেটে পাড় হয়ে যায়
রাখাল ছেলে যে রোজ,
গামছা বেঁধে সে খাবার নেয়
মাঠেই খায় সে ভোজ।
রাখাল ছেলে রাখাল ছেলে
বুনে নানান ফসল,
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
হয়না ঘামের উসুল।
রাখাল ছেলে যায় যে হাঁটে
কাঁধে ধানের ঝুড়ি,
মায়ের জন্য কিনবে শাড়ি
বউয়ের হাতের চুড়ি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com