তোমার জন্য রহস্যময় পৃথিবীতে,
আমার সীমাহীন প্রেমময় আয়োজন।
তুমি বিশ্বাস কর প্রিয়তমা আমি অতি সাধারণ,
নিতান্তই আশাবাদী এক পুরুষ।
বরষা বিকালের নিখুঁত বিশুদ্ধ জলকণার মত,
আমি উদ্ভাবনীয় অনু কণা মাত্র ;
যাহা তোমার আলোর সংস্পর্শে এসে,
আমি ক্ষুদ্র তুচ্ছ আলোকবর্ষ দূত;