দেখতে দেখতে বারোটি মাস
বিদায় নিয়ে গেল,
গুনা মাফের সওগাত নিয়ে
রমজান মাস এলো।
রমজান মাসে একিন দিলে
চলবো দ্বীনের পথে,
নিজকে সবাই রক্ষা করবো
পাপের কর্ম হতে।
দীন টোকাইকে সাধ্যমতো
করবো জাকাত দান,
হিংসা বিদ্বেষ ভুলে সবাই
হবো যে একপ্রাণ।
ত্রিশটি রোজা রাখবো সবাই
রবের তুষ্টির তরে,
রোজার প্রতিদান দিবেন রব
সবার দু’হাত ভরে।