এসো আল্লার বান্দারা সব
আল্লার যতো দাস….
দ্যাখো, এসে গেছে মোদের মাঝে
রমজানেরই মাস।।
সবাই, রোজা রাখো নামাজ পড়
পাক- পবিত্র জীবন গড়োএ…
সব, জিন্দা থাকতে এই ভুবন মাঝেই
হওয়ার আগে লাশ।।
এক, আকাশ সমান থাকে যদি
তোমার পাপের বোঝা,
দুটি, চোখের জলে চাইলে ক্ষমা
রেখে আজকে রোজা।।
তবে, সাজা তোমার দেবে না আর
প্রভু, করে দেবেন ক্ষমা….
আজকের এই, সিয়াম সাধনায় তুমি
করতে পারলে পাশ।।
তুমি, আত্মশুদ্ধি করতে যদি
পারো রোজা রেখে?
তবেই, মুক্তি মিলবে মনে রেখো
আত্মসংযম থেকে।।
জিকির আসগর তসবিহ তাহলিল
কুরআন তেলওয়াতে…
বেহেশতেরই সু-ঘ্রাণ পাবে নাসিকাতে
হবে জান্নাতে আবাস।