ও চাঁদ-
এনেছো তুমি একমাস ব্যাপী সিয়াম সাধনার সংবাদ
হয়েছ উদয় পশ্চিম আকাশে সূর্যাস্তের পরে
একটু বাদেই তারাবীহ শুরু মসজিদ ভরে ভরে।
আজ থেকে হায় সেহরী শুরু রাত্রী তিনটার পরে
ইফতার শুরু দিনের শেষে সূর্য ডোবার পরে
তোমায় দেখে সাড়া জেগেছে মোমিন হৃদয় মাঝে,
খোদা ভীরুতার ঝড় উঠেছে সকল কর্মকাজে।
তোমায় দেখে বেড়ী পড়েছে ইবলিছের পায়ে
শয়তানগুলো ডুব দিয়েছে কোন সাগরে গিয়ে।
হোটেলগুলোয় পর্দা তোলে
রঙবেরঙের কাপড় ঝোলে
দিনের বেলায় পানাহার গেছে আড়াল হয়ে
প্রকাশ্যে কেউ খাবেনা কিছু লাজ শরমের ভয়ে।