রংধনুটা অই দেখা যায়
দূর আকাশের গায়ে,
খোকাখুকি উৎসাহেতে
খোঁজে ডানে বায়ে।
সাত রঙেরই ঝর্ণাধারা
হৃদে চমক খেলে,
রয় তাকিয়ে শিশুরা বেশ
চোখের পাতা মেলে ।
ধবল পালক বলাকা সব
উড়ছে ক্লান্ত বেশে,
রংধনুটা সজীব হাসে
সবুজ শ্যামল ঘেঁষে।
রং ছড়িয়ে রংধনুটা
জানিয়ে গেলো কী সে?
সঠিক উত্তর জানতে হলে
যাও চলে যাও গ্রীসে।