• আজ- শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

রঙধনুর রঙ

বিজন বেপারী / ৪৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

add 1
  • বিজন বেপারী

রংধনুটা অই দেখা যায়
দূর আকাশের গায়ে,
খোকাখুকি উৎসাহেতে
খোঁজে ডানে বায়ে।

সাত রঙের‌ই ঝর্ণাধারা
হৃদে চমক খেলে,
রয় তাকিয়ে শিশুরা বেশ
চোখের পাতা মেলে ।

ধবল পালক বলাকা সব
উড়ছে ক্লান্ত বেশে,
রংধনুটা সজীব হাসে
সবুজ শ্যামল ঘেঁষে।

রং ছড়িয়ে রংধনুটা
জানিয়ে গেলো কী সে?
সঠিক উত্তর জানতে হলে
যাও চলে যাও গ্রীসে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT