সাঈদুর রহমান লিটন
রক্ত প্লাবন আমি দেখি নাই
তবে রাখালের ঠোঁটবাঁশির করুণ সুর শুনেছি,
চিল ওড়া নদীর কিনারে বসে থাকতে দেখেছি একাকি।
বুকের ভিতর রক্তপ্লাবন সহসা থেমে গিয়েছিল।
কালোচোখে দেখেছি রোহিত সাগরের স্রোত,
নি:শ্বাসে অনুভব করেছি সাহারা মরুভূমির উষ্ণতা।
বক চোখের চাহনির তীক্ষ্ণতা কমতে দেখেছি
কালোচুল সাদা হয়ে উলুখড় ছনের বাতা হতে দেখেছি,
দেখেছি মহা প্রতাপশালী যুবক ভিখারি হতে।
রক্ত গঙ্গা আমার চোখে পড়েনি,
রাখালের চিবুক পিষাণো মাটির চূর্ণ দেখেছি
পাথরের সাথে আঘাত রত থেঁতলানো মস্তক দেখেছি
পথের ধারে পড়ে থাকতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com