ভাষার জন্য জীবন দিলো
আমার ছাত্র ভাই,
রাজপথে আজ শহীদ হলো
তাদের মৃত্যু নাই।
মায়ের ভাষায় বলতে কথা
স্লোগান দিলো রোজ,
রাষ্ট্রভাষা বাংলা চাই
প্ল্যাকার্ড হলো কম্পোজ।
রফিক, সফিক, জব্বার ভাই
বাংলা মায়ের সন্তান,
রক্ত দিয়ে অর্জিত আজ
বাংলা ভাষার মান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com