• আজ- রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

রক্তের নাম বাংলা ভাষা”

ফারুক আহম্মেদ জীবন / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

add 1
  • ফারুক আহম্মেদ জীবন

মধুমাখা যাদুময়ী
অতি সহজ সরল সাবলীল প্রাণ শীতল করা
সুমিষ্ট এক মাতৃ ভাষার নাম
আমার বাংলা ভাষা,
যে বাংলা ভাষার প্রতি
আপামর বাঙালীদের প্রাণের চেয়ে রয়েছে
অধিক ভালোবাসা।
যে মাতৃভাষায় আজ আমরা কথা বলি
জীবনের পথ চলি
যে ভাষায় মিশে আছে কান্না হাসি,
যে ভাষার কাব্য ছন্দ গীতে
সুরের জোয়ারে আজ আমরা বাঙালীরা
সব খুশিতে ভাসি।
সে ভাষা যে বাঙালীদের মুখের সৃষ্ট
মিষ্টান্ন মন হরষি,
পিপাসিত মনের যত তৃষ্ণা মিটাই
তৃপ্ত করে অতৃপ্ত সকল বাঙালীদের হৃদয়
যা-অতিশয় অমিয় সুখ পরশি।
যে ভাষা পৃথিবীর সর্ব ভাষা উপেক্ষা শ্রেষ্ঠ
অতিবও উৎকৃষ্ট
তার নাম বাংলা আমার মাতৃভাষা,
যে ভাষা আপামর বাঙালীর
দুঃখ বেদনা দূর করে
নতুন করে যোগায় বাঁচার আশা।
এ বাংলা ভাষার সাথে যে মিশে আছে
সকল ভাষা শহীদদের স্বপ্নময়ী
তরতাজা উৎসর্গিত প্রাণ,
কখনো তো ভুলা যাবেনা সেই সকল
ভাষা শহীদদের আত্মত্যাগ নিঃস্বার্থ বলিদান।
যারা ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারী
ভঙ্গ করেছিল শাসকদের গড়া বিধিনিষেধ
সেই ১৪৪ ধারা জারি,
বাংলা রাষ্ট্র ভাষা করতে আন্দোলনে নেমেছিল
রাজপথে যতো বাঙালী পুরুষ নারী।
এ ভাষাতে যে মিশে আছে ভাষা শহীদ রফিক, শফিক, সালাম জব্বার, বরকতের
তাজা রক্তিম রূধির বর্ণ,
যাদের তপ্ত বুলেট বিদ্ধ বক্ষ বিদীর্ণ রূধিরে
সৃষ্টি হয়েছে আজ বর্ণালি অ, আ, ক, খ,
বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ।
সম্মান ভক্তি ও শ্রদ্ধার সাথে সালাম জানাই
ভাষার দাবিতে যারা হয়েছিল লাশ,
জীবন দিয়ে গড়ে গেছে যারা সমুজ্জ্বল
স্বর্ণ খচিত গৌরবময়ী স্বর্ণালি ভাষার ইতিহাস।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৬:৩৮)
  • ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪ রবিউল আউয়াল, ১৪৪৬
  • ২৪ ভাদ্র, ১৪৩১ (শরৎকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT