বাংলাদেশের বাঙালীদের ইতিহাসে
আলো ঝলমলে বাংলা ৮ই ফাল্গুন
ইংরেজি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী যে
অতি স্মরণীয় বেদনা পূর্ণ একটি দিন,
এই-দিনটিতেই বাংলা মাতৃভাষার দাবিতে
ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করে
বুকের তরতাজা রক্ত বিলিয়ে রাজপথে
বাংলার অকুতোভয় সকল ভাষা শহীদেরা
আমাদের করেছে চির রক্তের ঋণ।
সকল ভাষা শহীদ তোমরা আমাদেরই ভাই...
এভাবেই চির অম্লান রবে ও নাম তাই,
আমরা তোমাদের কভু ভুলিনি,
ভুলবো না কখনো রবে ইতিহাসের পাতায়।
এভাবেই মোরা নিবেদিত প্রাণে
বহু যুগপৎ ধরে সকলে অতি বিনয়ের স্বরে
গভীর বিনম্র শ্রদ্ধা আর ভক্তি ভরে
প্রাণেরও নির্যাস ভালোবাসার পুষ্প মাল্যে
সম্মানের সাথে স্মরণ করব চিরদিন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com