আগস্ট এলে বাংলার ঘরে
শোকের ছায়ায় ঢাকে,
মুজিব নামের ছেলেটি ওই
আজ না কেন হাঁকে?
দ্বীপ্ত কন্ঠের বজ্রধ্বনি
শুনি না আর কানে,
কে বা কারা করলো ধমন
চিরতরে কোন বানে?।
ওরা ভেবেছে মুজিব শেষে
বাংলা হবেই শেষ,
অমর মুজিব প্রতিটি ঘরে
মুজিব বাংলাদেশ।
আগস্ট এলে মনের কোণে
জমে কালো মেঘ,
করুণ আবেগে হৃদয় পুরে
উৎফুল্লতার বেগ।
মুজিব তুমি চির সাজিব
চির অমর বীর,
আজও সেই মুজিব সেনা
করেনি নত শীর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com