যেদিন হঠাৎ দুয়ারে আসবে মরণ
মোরে কেউ আর করবে না স্মরণ,
চলে যাবো অন্ধকার ঘরে শূণ্য হাতে
প্রিয়জন সেই দিন যাবে না সাথে।
তাড়াতাড়ি করে গোসল করাবে সবে
গোসলের পরে মোর জানাযা হবে,
সব ছেড়ে যাব চলে আপন ঠিকানায়
কেন তবে ছুটছি মোরা মিছে দুনিয়ায়?
কেন এত হিংসা রেষারেষি ভাই?
পরকালে শান্তি মোরা সকলে চাই,
ত্যাগ করি চলো সবে লোভ লালসা
অর্জন করি স্রষ্টার নৈকট্য ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com