যুদ্ধ !
একদিন না একদিন শেষ হয় -
কিনবা, একদিন না একদিন শেষ হবে।
কিন্তু লোভ, ক্ষমতার দখল, মসনদ -
তুষের আগুনে মন!
অফুরন্ত ধন সম্পদ, বিলাসবহুল জীবন,
নিরাপত্তার ঘেরাটোপ -
কয়েক প্রজন্মের জন্য সুখের জীবন।
তাঁতে হোক না, হাজার হাজার মৃত্যু -
প্রতিপদে লঙ্ঘন জেনেভা চুক্তি।
রাসায়নিক অস্ত্র, ক্ষত-বিক্ষত জীবন,
তবুও যুদ্ধ চালিয়ে যেতে হবে।
যেন তেন উপায় রাজ্য দখল, রাষ্ট্র দখল।
ধ্বংসে ধ্বংসে বিভীষিকা রূপ -
আঁতকে উঠছে আমজনতা !
তবুও যুদ্ধ, উল্লসিত মন !
কিসের হাতছানি ?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com