এসো শান্তি খুঁজি সবে
ধরণী সুন্দর যে হবে,
হিংস্র হাসি ভুলে যাও
সদ্য ফোটা পুষ্পের পানে চাও।
ওরা হাসবে ওরা দুলবে
তোমরা রেষারেষি ভুলবে,
রক্তের সাগর দেখে কি পাও?
নিষ্পাপ প্রাণের দিকে চাও,
হাসিতে দেখ ঝরে কি মায়া
থামাও যুদ্ধের হিংস্র খেলা
ধরো শান্তির শীতল ছায়া।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com