দিনগুলো যায়
পথগুলো দেখি,
পথের সকল দৃশ্য দেখে
নানান কিছু শিখি,
মাসগুলো যায়
বছরগুলো গুনী
পুরনো সেই স্মৃতির কথা
অবাক হয়ে শুনি।
মানুষ দেখি গায়
তাকিয়ে দেখি বায়,
কেমন যেন হলো এ যুগ!
মানুষ চেনা দায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com