মুখোশ পরে গুপ্ত হয়ে ডাকছে বুঝি তারে
ভঙ্গিমার প্রতিচ্ছবিতে আগলে রাখছে যারে।
লুকোচুরি খেলার ছলে উঁকি দিচ্ছে সে
হঠাৎ করে ধুলোরবেগে হারিয়ে যাচ্ছে সে।
যুগলপ্রেম দেখে বুঝি! হিংসে হচ্ছে তার?
নিজের কাছেই তবে জমে যাচ্ছে? হাজারো প্রশ্নের বাহার!
থমকে গিয়ে পুষ্প হাতে খুঁজছে নাকি সমাধান?
কোমল হিয়া আর যুগলদের সাথে করছে তবে ব্যবধান!
হুটতুলা রিক্সায়ও নি:সঙ্গতা অনুভুত হয়েছিল ফেরার সময়
নিজেকে বুঝানোর স্বার্থে,করে যাচ্ছিল মন্থন অনয়।
গুছিয়ে গুছিয়ে সে স্বার্থক হবে কবে?
তাহার পাশে আগরবাতির মিছিল বসবে যবে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com