যাকে ভালোবাসি
অভিমানে কল কেটে দিলেও ভালোবাসি।
যাকে ভালোবাসি
এক আকাশ দু:খ দিলেও ভালোবাসি।
যাকে ভালোবাসি
ভুলে চিঠি না লিখলেও ভালোবাসি।
যাকে ভালোবাসি
প্রতিদিন তুমুল ঝগড়াতেও ভালোবাসি।
যাকে ভালোবাসি
ভালোবেসে গোলাপ না দিলেও ভালোবাসি।
যাকে ভালোবাসি
দেখা হলে কথা না বললেও ভালোবাসি।
যাকে ভালোবাসি
এককোটি বছর পরেও ভালোবাসি।