প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ
যদি কেউ না আসে
যদি কেউ না আসে
কেউ ভালো না বাসে
তবে চলে আসিস
বুক ধরে পাবি ভালোবাসা।
যদি কেউ না ডাকে
কেউ পাশে না বসে
তবে চলে আসিস
মন ভরে দিবো খুশিতে।
যদি কেউ না তাকায়
কেউ খুঁজে না বেড়ায়
তবে হাতটা ধরিস
পাশে পাবি সেথায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com