যদি
না থাকে সম্মান
বাড়াও ব্যাবধান!
যদি
জোটে অবহেলা
উচিৎ পিছু খেলা!
যদি
আসে কর্মে গতি
কেনো নেবে বিরতি!
যদি
উপহার হয় উপহাস
ঝালিয়ে নাও বিশ্বাস!
যদি
জনকের নাম যন্ত্রণা
বুঝিবে কারো কুমন্ত্রণা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com