ফাল্গুনেরি গানে কতো কিছু উঁকি দেয় অবুঝ এ মনে-
নেশা ভরা চোখে ইচ্ছে করে তোমায় নিয়ে ভাসি মোহনার তীরে,
শত শত ফুলের ভীরে তোমায় নিয়ে উড়ি প্রজাতির মতো করে...
তুমি কি বুঝো আমার এ নেশামাখা চোখ কি চায়?
সেকি বুঝে ফাল্গুনী বাতাসে আমারি গভীরে উঁকি দেওয়া ভাষা?
প্রেমহীন তা যাবে না বুঝা ;
এ ভাষা নয়তো কভু সোজা,
প্রেমহীন মায়াহীন এ ভাষার স্বরবর্ণ বুঝবে না কোনো নাসা,
বের করতে পারবে না তার কোনো তথ্য-
মোহনার তীরে এ ফাল্গুনী বাতাসের গভীরে আমি সন্তুষ্ট প্রিয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com