তুই যে আমার যাদু ময়না
বুকে আগলে রাখি,
তুই বিহনে জীবন অচল
ওরে সোনা পাখি।
তোর শূন্যতায় নিত্য আমার
সবই অসাড় লাগে,
তোর ছোঁয়াতে অলিক ফূর্তি
হৃদয় জুড়ে জাগে।
মা ও বাবা নিত্য ঝারে
তোরই সঙ্গে খেললে,
আমি অধম মজে থাকি
নিদ্রা আহার ফেলে।
পড়ালেখায় মন বসে না
তোর নেশাতে কাবু,
বন্ধু নামের শত্রু আমার
হে মোবাইল বাবু।