ছোট বড় সবার ই হাতে
এখন আছে মোবাইল,
কথা বলে পারি দেয়
শত শত মাইল।
মোবাইল বড় ক্ষতির দিক
আমরা জানি না,
মোবাইল ছাড়া কোন কিছু
আমরা বুঝি না।
মোবাইল পেলে আমরা অনেক
খুশি হয়ে যাই,
কথা বলি গেমস খেলি
মুগ্ধ যেন তাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com