প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ
মোদের বক্রম সেরা
আর এম ইন্টার লাইনিংস
সেরা গুনে মানে,
দেশের মধ্যে সেরার সেরা
গার্মেন্টশিল্প জানে।
পোশাক তৈরি করার জন্য
বক্রম কাপড় লাগে,
মোদের বক্রম গার্মেন্টসশিল্প
নিচ্ছে সবার আগে।
মোদের তৈরি বক্রম কাপড়
মানে দেশের শীর্ষ,
স্বর্ণপদক —সেরার খেতাব
জানবে তবে বিশ্ব।
মিশন ভিশন রক্ষায় মোরা
নিয়মবদ্ধ সবে,
বাজার সেরা পাচ্ছে মোদের
বক্রম কাপড় তবে।
মোদের আছে দক্ষ শ্রমিক
কর্মযজ্ঞে থাকে,
বক্রম কাপড় তৈরি করার
দক্ষতা যে রাখে।
বক্রম কাপড় দেশ সীমান্ত
ছেড়ে বিশ্বের মাঝে,
পোশাক শিল্পে জায়গা করে
রাখবে মানটা কাজে।
ভালো গুণের বক্রম কাপড়
শিল্পকর্মের জন্য,
আর এম ইন্টারলাইনিংস ক্রয়
করলে হবেন ধন্য।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com