কেন তুমি একটুতেই হারানোর ভয় পাও
আমার মন ভারীতে তোমার হারানোর ভয়
আমার তাকানোতে ভয়,
অফ লাইনে থাকলে যেমন ভয়
অন লাইনেও তোমার তেমন ভয়।
এখন তোমার 'মোখা'তে ভয়
৩নং বিপদ সংকেত
৮নং বিপদ সংকেত
সংকেত বাড়ছে তারও ভয়।
যেন পৃথিবীর সব থাকবে শুধু আমি হারিয়ে যাবো।
ছাড়ো তো ভয়
জয় কর জয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com