প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ
মে দিবস
ন্যায্য দাবি করতে আদায়
রক্তে ভাসায় বুক,
তাদের ত্যাগের বিনিময়ে
আজ আমাদের সুখ।
আঠারোশ ছিয়াশি সাল
মে দিবস পায় নাম,
জারি হলো দিনমজুরের
আট ঘন্টা কাম।
আন্দোলনে আসলো কমে
শ্রমজীবীর শ্রম,
কাজেকর্মে স্বস্তি ফিরে
আরামে নেই দম।
শ্রমিকেরা দেখিয়েছিলো
তেজোদ্দীপ্ত প্রাণ,
বিশ্বজুড়ে তাই পেয়ে যায়
সেদিন থেকেই মান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com