• আজ- রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

মেহেদী  ইকবাল জয়’র একক কাব্যগ্রন্থ ‘যত আছে ভালোবাসা’

মেহেদী  ইকবাল জয় / ২৭৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

add 1
১৯৯৫ সালের ১০ ডিসেম্বর নেত্রকোণা সদর উপজেলায় ঠাকুরাকোনা ইউনিয়নের তাতিয়র গ্রামে মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. মেহেদী  ইকবাল জয় । দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। নেত্রকোণা সরকারি কলেজ থেকে এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। কবির লেখা কবিতায় পাঠকের মনের অনুভূতি প্রকাশ করতেন।তাই বিভিন্ন সাহিত্য পরিষদ ও বিরহী কবি মাজেদুল হক কর্তৃক “মন কবি” উপাধি লাভ করেন।কবির লেখা কবিতায় প্রেম, বিরহ, আবেগ, মায়া-মমতা, দেশ ও মানুষের  সুখ-দু:খ খুঁজে পাওয়া যায়। কবির কবিতায় ভালোবাসার দিকটি সবচেয়ে বেশি পাওয়া যায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে “ভালোবাসার কবি” নামেও পরিচিত। নির্বাচিত অসংখ্য কবিতা ও গল্প শতাধিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। কবির প্রথম একক কাব্যগ্রন্থ ‘যত আছে ভালোবাসা’। তিনি মা-বাবা, ভাই-বোন, প্রকৃতি প্রেম, আল্লাহ, কৃষক, অনাথ শিশু, দেশপ্রেম, বন্ধুত্ব, জন্ম-মৃত্যু, পশু-পাখি সহ আরো ভিন্ন আঙ্গিকে সাজিয়েছেন বইটি। তিনি আশাবাদী পাঠকের মনের মতো একটি বই হবে ও শীঘ্রই বইটি জনপ্রিয়তা পাবে। এটি এমন একটি বই, উপহার হিসেবে সবাইকে দেওয়া যাবে।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৭:২৬)
  • ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৭ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT