ছেড়ে দিয়েছি উদাস মনে
হাওয়ায় হাওয়ায় দুলছে দুলুন-
তাতে কার কি?
যা কিছু অবাধ্য তা আমারই থাক;
চুলের মধ্যে বিলি কেটে উন্মাদনায়
উন্মাতাল না হও সখা-
আমি তোমাকে চিনতে চাই না।
প্রাকৃতিক নিয়মেই যা হবার হবে,
অসময়ে বান ডেকে বর্ষা এনো না।
বসন্ত আরও দীর্ঘতর হোক-
এমনি বসন্ত দিনে ফাগুনঝরা;
আগুন বিনে-ওগো অচেনা পথিক
তুমি কোকিল হইও না।