মেলা হচ্ছে পাশের মাঠে
দাদু আমায় নিবে?
শীতের পিঠা ওখান থেকে
আমায় কিনে দিবে।
হাতি, ঘোড়া কতকিছু
কিনে দিবে ওমা?
মজার মজার খাবার মিলে
রংবেরঙের জামা।
নাগরদোলায় উঠবো আমি
বাবা কে একটু বলো,
মেলায় যেতে ইচ্ছে করে
আমায় নিয়ে চলো।
ভালো করে পড়াশোনা
কর খোকা বসে,
শুক্রবারে ছুটি হলে
যাব মিলেমিশে।