ঘুরতে যাবে খুকি সোনা
বাবার কাছে বলে,
কিনবে চুড়ি হাতি ঘোড়া
মালা পরবে গলে।
শাড়ি পরে মেলায় ঘুরে
বাবার হাতে ধরে,
কেনাকাটা করে খুকি
নাগরদোলায় চড়ে।
রসমালাই যে খাবে খুকি
হঠাৎ মনে পড়ে,
হাঁড়ি পাতিল কিনে শেষে
ঢুকে মিষ্টির ঘরে।
হরেক কিসিম খেলনা নিয়ে
লাজুক মুখে হাসে,
বিকেল হলে বাড়ি ফিরে
থাকে বাবার পাশে।
বৈশাখের ওই মেলার কথা
বলে মায়ের কাছে,
আবার যাবো ঘুরতে মাগো
তুমি থাকবে পাছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com