আষাঢ় শ্রাবণ মেঘের দিন
বৃষ্টি পড়ে ঝরঝর,
ঝরো মেঘের ধমকা হাওয়া
আসে একটু পরপর।
টিনের চালে বৃষ্টি পড়ে
শব্দ করে মর্মর,
বিজলি চমকা আকাশ পানে
মনে লাগে ঢরঢর।
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে
রাখাল ছুটে বাড়ি,
সূর্য মামা থাকে লুকিয়ে
মেঘের সঙ্গে আড়ি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com