কদম ঝরে বৃষ্টির দিনে
বাতাসের ঐ স্পর্শে
বৃক্ষলতা ডালপালা ছড়ে
সবুজ সতেজ শস্যে।
কদম কেয়া ফুল ফোটে
মেঘ বালিকা লুটে,
গাছে পাখির কিচিরমিচির
ময়না টিয়ার ঠোঁটে।
মেঘে-মেঘে করছে খেলা
রাত দুপুরে এসে,
নিঝুম রাতে কদম ফুটে
জোনাকিরা হাসে।
কচু পাতায় মেঘের পানি
করছে যে টলমল,
মেঘ বালিকা উড়ে বেড়ায়
নদীর জল ছলছল।
ঝরঝর বৃষ্টি ঐ আকাশে
মেঘেদের কোলাহল,
আয় বৃষ্টি ভিজিয়ে দেয়
শিশুদের কৌতুহল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com