মৃত্যুর স্বাদ একদিন তোমায়
গ্রহন করতে হবে,
আমল ছাড়া যাবে না কিছুই
একায় পড়ে রবে।
দুইদিনের এই ছোট্ট দুনিয়ায়
সঙ্গের সাথী ছিল,
শেষ বিদায়ে সকলে তোমায়
কবরে রেখে দিল।
যেমন আমল করছে ধরাতে
তেমন বিচার হবে,
কবর খানি অন্ধকার কালো
সেথায় একা রবে।
সাড়ে তিন হাত মাটির বেশি
কেউ যে দিবে না,
দুনিয়ার এ টাকা সঙ্গী সাথী
পাশে থাকবে না।
কবরের ভিতরে রাখা মাত্রই
মাটি চাপ দিবে,
খোদার দেয়া রাসুলের পথে
সবার চলতে হবে।