প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৩, ১:৩৮ অপরাহ্ণ
মুশকিল
সমাজ টা আজ যাচ্ছে কোথায়,
কিছুতেই ভেবে না পাই।
সমাজ ভয়ংকর ব্যাধিতে আক্রান্ত,
সভ্যতার বিনাশ কাছে অত্যন্ত।
নিজেকে নিরাপদে রাখা বড্ড মুশকিল,
যদি দোষের পরিমাণ হয় তিল,
তবে তাকে বানাবে তাল।
আর বানোয়াট শত দোষ করবে হাসিল।
যদি কেহ করে ভালো কাজ
তবে কেহ দেখে না আজ,
যেন সকলের চোখ জ্যোতিহীন অন্ধ,
জেগে উঠে সবে যদি পায় আংশিক মন্দ।
যদি কেহ করে সামান্য দোষ,
তবে ভুলে যায় সবে সেও মানুষ।
দেওয়া হয় না শোধরানোর সুযোগ,
সবাই উপহাসে আনন্দ করে ভোগ।
কেহ দেখে না ভালো কাজ
সবাই করে মন্দ তালাস।
যদি কারো তরে পায় মন্দের আভাস,
তবে হয় তার জীবন নাশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com