প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ
মুনাফিক
চামচাগিরি খামচাগিরি
রক্তে যাদের রক্তে
অত্যাচারীর পক্ষে থেকে
নামাজ প্রতি অক্তে।
তাদের নামাজ হচ্ছে নাতো
যেমন হওয়ার কথা
তাদের নামাজ করছে না দূর
শত্রুতা অযথা।
ফাসেক লোকের পক্ষ নিয়ে
বিরুদ্ধে যায় ন্যায়ের
জীবনটাকে কাটছে তারা
খাতগুলো কোন ব্যয়ের!
মুনাফেকি করছে তারা
বিন উবাইয়ের মতো
মুমিন দিলে করছে আঘাত
দিল ক্ষত বিক্ষত।
পাঞ্জাবিতে যায় না চেনা
ফাসেক মুনাফিক
কর্ম দিয়ে চিনতে হবে
একশত ভাগ ঠিক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com