মুজিব মানেই দূরন্ত রাখাল ছেলে বাঁশি;
মুজিব মানেই চোখের কোণে স্বপ্ন রাশি রাশি।
মুজিব মানেই উদ্দীপনা বাঙালির জাগ্রত প্রাণ;
মুজিব মানেই একই স্বরে জয়বাংলা গান।
মুজিব মানেই বজ্রকণ্ঠে বাঘের গর্জন ;
মুজিব মানেই বীর শহিদের স্বাধীনতা অর্জন।
মুজিব মানেই বাংলার মাঠে ঘাটে ভাটিয়ালি গান;
মুজিব মানেই নদ-নদী পাখির কলতান।
মুজিব মানেই আশ্রয় বটবৃক্ষের ছায়া ;
মুজিব মানেই ভালোবাসার নাম স্নেহ আর মায়া।
মুজিব মানেই স্বাধীনতার সূর্য লাল সবুজের পতাকা ;
মুজিব মানেই বাংলাদেশ আমাদের স্বাধীনতা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com