সহিংসতার দাবানল জ্বলে
পৃথিবীর পথে পথে ,
রক্তে রঙিন সভ্যতা আজ
ধ্বংসলীলার রথে ।
উৎপীড়নের কান্নার ধ্বনি
আকাশে বাতাসে ভাসে ,
যুদ্ধ বিরতির বৈঠক ঘরে
লাশের গন্ধ আসে ।
দেশে দেশে আজ কত হাহাকার
তবুও যুদ্ধ চলে ,
শহর নগর বস্তির লোকে
ভাসিছে নয়ন জলে ।
কত হানাহানি দ্বন্দ্ব বিবাদ
কোথাও শান্তি নাই ,
ভয়াবহ এই পরিবেশ থেকে
সকলে মুক্তি চাই ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com