মুঘল সম্রাজ্যে দেখি আলোকিত ভোর মিনাবাজার;
কস্তুরীর গন্ধেমাখা রেশমী রুমাল জাফরানি রঙে
সাজানো বর্ণিল শাড়ির আচল
বাহারী নাকশায় জরিদারে বিভোর।
পাথরে দেওয়াল চিত্রে অঙ্গসজ্জার
গজ দন্তের চিরুনি- সুরমা, আতরের মহিত কস্তুরির
গন্ধে মাতোয়ারা প্রসাদময়
মনে হয় হেঁটে যায় মমতাজ মহল
কলরব তুলে; তখনো জেগে থাকে মিনাবাজার।
আলোয় ভরা ঐতিহ্যের মুখচ্ছবি গুলজার
লাল, নীল দিপাবলী সুরম্য প্রসাদ থেকে
অট্টহাসি ভেসে আসে, রুপের এমন বিমোহিত সৌন্দর্য
নিয়ে মখমল বিছানো সিঁড়ি বেয়ে নেমে
আসা মুঘল রমণীর দল দুধ- আলতায় শরীর
এতো মুঘল ঐতিহ্যের রুপের হাট মিনাবাজার।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com