জানি রাত পোহাচ্ছে;
উঠবে জেগে আমার সাথে ওরা
সবাই চলবে সবার স্বার্থে
মিথ্যে আমায় সম্মান করা!
লোককল্যাণে যদিও কাজ করি
আপন কর্ম ত্যাগ করে,
সাঁড়াশি অভিযান চলবে তবু
কে কেন কিভাবে কীর ঘরে!
সবচেয়ে ভালো হতেম যদি
নন্দলাল বা এমন কেউ,
হতোনা যেতে বাইরে হয়তো
মারতনা খোঁচা আপনরাও!