কোনদিন তার সাথে আমার
হয় যদি দেখা,
আমি, একটা কথাই তার কাছে
করবো জিজ্ঞাসা?
এ কেমন তার ছিলো প্রেম
ছিলো ভালোবাসা,
সে, ভালোবেসে দিয়েছিলো
কেনো, মিথ্যে আশা?
আমার সাথে কেনো সে আজ
ছলনার খেলা খেলে,
আমার, এই বুকেতে দিয়ে গেল
বিরহের আগুন জ্বেলে।
কেনো, দিয়েছিল সে আমাকে
এমন, মিছে ভরসা?
সে, আমার মত মন দিয়ে তো
আমায় ভালোবাসিনি,
আমার, আপন হয়ে এ জীবনে
তাইতো কাছে আসিনি।
সে, মন নিয়ে খেললো শুধু
আমার সাথে পাশা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com