সত্য ও মিথ্যে নিয়ে যত লিখা,
অন্য বিষয়ে যায় না দেখা।
বিবেক জাগ্রত রাখুন,
মনের চোখ দিয়ে তফাৎ দেখুন।
মিথ্যে মানুষকে করে লাঞ্চিত,
সমাজের সর্বত্র হয় অপমানিত।
ভাবুন, আপনি কতজনের সাথে মিথ্যে বললেন,
পুরোদিনে কয়টা মিথ্যে বললেন,
আপনার পুরো জীবনে কয়টা মিথ্যে বললেন,
আপনার মিথ্যে বলায় কে লাঞ্চিত হলো,
কার জীবনটাই বিনাশ হয়ে গেলো!
এত কিছুর হিসেব প্রভুর কাছে দিতে পারবেন তো?
সমস্ত কাজের পুঙ্খানোপুঙ্খ হিসেব সবাইকে দিতে হবে তো!
মিথ্যে যদি সমস্ত পাপের শুরু হয়,
তবে, মিথ্যে ছেড়ে সত্যে সুন্দর হয়।
যে নবী (সঃ) পুরো জীবনে একটা মিথ্যে নেই,
ভাবুন, উনাকে মিথ্যের মাধ্যমে কেমনে মুখ দেখাই?